কমিটি পরিচিতি
কমিটি পরিচিতি
জুবায়ের জয়
প্রতিষ্ঠাতা, ইউনাইটেড নরসিংদী
১৯৯৬ সালের ১৩ই আগষ্ট নরসিংদী শহরের ব্রাহ্মন্দীর জন্মগ্রহন করেন, রক্তের গ্রুপ O+ । পিতা হুমায়ুন কবির ছিলেন নরসিংদী বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। মাতা হাছিনা কবির ছিলেন গৃহিনী। ৩ ভাই, ১ বোনের মধ্যে জুবায়ের জয় সর্বোকনিষ্ঠ।
২০১৪ সালে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে GPA 5 এবং আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে এইচএসসিতে GPA 5 পেয়ে ২০১৬ সালে পাশ করেন । ২০১৮ সালে উচ্চ শিক্ষার জন্যে কানাডার টরোন্টো শহরে চলে আসেন ২০২২ সালে কানাডার সনামধন্য Centennial College থেকে Post Graduation শেষ করেন। বর্তমানে কানাডার Halifax শহরের নিজ ব্যবসা এবং চাকুরি করছেন। বাংলাদেশের বাহিরে বসেও বাংলাদেশ নিয়ে বিশেষ করে নিজ এলাকা নিয়ে চিন্তাভাবনা করেন , তার প্রচেষ্টায় নরসিংদীতে United Narsingdi নামে অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমূলক সংগঠন তৈরি হয়েছে। বর্তমানে সফলতার সাথে এই সংগঠন এগিয়ে যাচ্ছে। খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নরসিংদীতে Raptors Sports Club তৈরি করেন, Raptors Fooball Club, Raptors Cricket Club এর অংশ।
মো: মজিবুর রহমান ভূঁইয়া
প্রধান উপদেষ্টা, ইউনাইটেড নরসিংদী
মোঃ মজিবুর রহমান ভুঁইয়া
ঠিকানা - ৯৩, পশ্চিম ব্রাহ্মন্দী, নরসিংদী সদর, নরসিংদী।
মোঃ মজিবুর রহমান ভুঁইয়া ১৯৬৯ ইং সালের ০১লা সেপ্টেম্বর নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতা মরহুম মোঃ আফছার উদ্দিন ভূঁইয়া ছিলেন নরসিংদী বড় বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বাজার কমিটির সাবেক সভাপতি। মাতা জোহরা খাতুন ছিলেন গৃহিণী। সাত ভাই ও এক বোনের মধ্যে মোঃ মজিবুর রহমান ভুঁইয়া ৫ম।
তিনি ১৯৮৪ইং সালে ব্রাক্ষন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,১৯৮৬ইং সালে নরসিংদী সরকারি কলেজ থেকে এইচ,এস,সি এবং ১৯৮৮ইং সালে উক্ত কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৯৪-৯৫ইং সনে ঢাকা কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাষ্টার ডিগ্ৰী লাভ করেন।
তিনি ১৯৯১ইং সনে ঢাকা ল কলেজ থেকে এল,এল,বি ডিগ্ৰী লাভ করেন এবং ১৯৯৬ইং সনে বাংলাদেশ বার কাউন্সিল থেকে এডভোকেট শীপ সনদ অর্জন করেন। উক্ত সময় থেকেই তিনি নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে নিয়মিত আইন পেশায় নিয়োজিত আছেন এবং গরীব মানুষের আইনি সহায়তা প্রদান করে আসছেন। তিনি ইতিপূর্বে নরসিংদী জজ কোর্টের সরকারি কৌশুলি (এ,পি,পি) হিসাবে ও দায়িত্ব পালন করেন। তিনি নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সহ সম্পাদক ও ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথেও জড়িত আছেন।
বর্তমান কমিটির পরিচয় পর্ব:
মুহাঈমিনুল ইসলাম রামিম (O+)
সভাপতি
ওয়াসিম আকরাম ইমন (O+)
সাধারণ সম্পাদক
রাহালিদ হাসান তুষার (AB+)
সহ-সভাপতি
শামীম ইসলাম (A+)
সহ-সভাপতি
আবির মৃধা (A+)
সহ-সভাপতি
আবু বিন মেরাজ (A+)
যুগ্ম সাধারণ সম্পাদক
সাইফুল ইসলাম (AB+)
যুগ্ম সাধারণ সম্পাদক
কাজী ইয়াসিন (O+)
যুগ্ম সাধারণ সম্পাদক
প্রসেনজিত দাস (AB+)
সাংগঠনিক সম্পাদক
সাদভীন আবীর আলভী (B+)
সাংগঠনিক সম্পাদক
মেহেদী হাসান (B+)
সাংগঠনিক সম্পাদক
হাসিবুল ইসলাম শান্ত (B+)
সাংগঠনিক সম্পাদক
নাজিরুল ইসলাম (O+)
দপ্তর সম্পাদক
ওয়াসিউল ইসলাম আফনান (O+)
উপ-দপ্তর সম্পাদক
আসাদুজ্জামান হৃদয় (B+)
প্রচার সম্পাদক
মোশতাক আহমেদ তন্ময় (O+)
উপ-প্রচার সম্পাদক
জুবায়ের জয় (O+)
উপদেষ্টা
লিমন সরকার
উপদেষ্টা
শাহরিয়ার পরাগ (A+)
উপদেষ্টা
সাফুয়ান আহেমদ সাদ
উপদেষ্টা
Executive Members
গাজী আ. ন. ম. মহিউদ্দিন (O+)
শুভ আহমেদ জয় (O+)
জাহিদ হাসান রানা (B+)
জুবায়ের আহম্মদ মিলু (O+)
মৃদুল (O+)
সুশান্ত চন্দ্র সাহা (A-)
বিএম ইমরান ইমন (B+)
তুষার ইসলাম সরকার (O+)
মিরাজ হাসান রুদ্র (O+)
হাসিন মাহতাব ইনান (B+)
জুবায়ের ইবনে আহমেদ (B+)
তানভীর ইসলাম সাদ (B+)
মোঃ তানভীন আহম্মেদ মারুফ (B+)
মোঃ শহিদুল ইসলাম (B+)
আশফাকুল ইসলাম কায়েস (B+)
আপন রায় (A+)
সারতাজ আলম (B+)
মেহেদী হাসান চৌধুরী আপন (O+)
রিজভী আহমেদ (AB+)
মোহাম্মদ রিফাত হোসেন (O+)