শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৪
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৪
United Narsingdi কর্তৃক গত ২৬/১২/২০২৪ এক মানবিক উদ্যোগ হিসেবে ১৫০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আমাদের লক্ষ্য ছিল সেইসব মানুষের পাশে দাঁড়ানো, যারা শীতের এই কঠিন সময়ে উপযুক্ত তাপমাত্রা ও পোশাকের অভাবে কষ্ট পাচ্ছেন।
এই বিতরণ কার্যক্রমে আমাদের সংগঠনের সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সহযোগিতা এবং সমর্থন ছিল এবং সার্বিক ও আর্থিক সহযোগিতা করে জুবায়ের জয়, প্রতিষ্ঠাতা United Narsingdi
ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৪
গত ১২ অক্টোবর ২০২৪, ইউনাইটেড নরসিংদীর প্রতিষ্ঠাতা জুবায়ের জয় কর্তৃক ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজিত হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পে নরসিংদী শহরের প্রায় ১২০০ মানুষের মেডিকেল পরিসেবার দেয়া হয়েছিল। নরসিংদী শহরের বিভিন্ন পয়েন্টসহ স্কুল, বাজার, স্টেশনে মাসব্যাপী প্রচার প্রচারণার পর শান্তিপূর্ণভাবে ক্যাম্প শেষ হয়েছিল ।
নরসিংদী শহরের ৩নং ওয়ার্ড বৌয়াকুড় এলাকায় United Narsingdi এর উদ্যোগে
Aabir Mridha এর তত্ত্বাবধানে দপ্তর সম্পাদক Rahalid Hasan Tosher এর উপস্থিতিতে এবং Jubayer Joy এর সার্বিক সহযোগিতায় গ্রাফিতি অংকন এবং বৃক্ষরোপন করা হয়েছিল ।
Graffiti Art
২০২৪ সালের আগস্টের প্রাকৃতিক দূর্যোগ বন্যায় নোয়খালীতে ইউনাইটেড নরসিংদীর টিম,
৬০০ বানভাসি মানুষদের পাশে খাবার ত্রাণ বিতরণ করা হয়েছিল।
Floods in Bangladesh 2024
অবশিষ্ট অর্থ আমরা As Sunnah Foundation এর মধ্য দান করেছিলাম, ইসলামী ব্যাংকের মাধোমে।
নরসিংদী সরকারি কলেজে United Narsingdi কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছিল, সাথে ছিলেন উপাধ্যক্ষ : সিরাজুল ইসলাম ভূইয়া স্যার এবং অন্যান্য সহকারী অধ্যাপক।
জুবায়ের জয়ের সার্বিক সহযোগিতায় সরকারি কলেজের বিভিন্ন পয়েন্টে গাছ লাগানো হয়েছিলো।